রাণীরবন্দরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত বাংলাদেশ ই-সিগারেট নিষিদ্ধ করা হোক এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে বিকাশ ও ব্রীসডোর উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস/২০২১ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সোমবার সকাল ১১টায় রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস) মোড় চত্বরে দিবসটি পালন করা হয়। র্যালী শেষে রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস)-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক এম, এ, কারীর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রীসডো এর নির্বাহী পরিচালক মির্জা ওবাইদুর রহমান, বিকাশ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুল হক, ভিডো এর নির্বাহী পরিচালক জুয়েল ইসলাম, ফজলুর রহমান স্মৃতি পাঠাগারের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাংবাদিক মোঃ ফজলুর রহমান।
Leave a Reply