দিনাজপুরের ঘোড়াঘাটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হিরোইন এবং মাদক বিক্রয়ের নগদ-১৭,৫৩০ টাকা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। জানা যায়, গত ৫ জুলাই সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ভেলাইন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের ভেলাইন (পশ্চিম পাড়া) গ্রামের আব্দুল খালেকের স্ত্রী নাজমা বেগম (৪৬), অপরজন একই গ্রামের ফাত্তাজ আলীর ছেলে রিপন মিয়া(২২) এ ব্যাপারে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান যে, উদ্ধার কৃত ৫ গ্রাম মাদকদ্রব্য হিরোইন যাহার অবৈধ বাজার মূল্য ৫০,০০০ টাকা ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট যাহার অবৈধ বাজার মূল্য ৬০,০০০ টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ১৭,৫৩০ টাকা সহ মোট =১,২৭,৫৩০ টাকা জব্দ করা হয়। মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট পরষ্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার আপরাধে ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে আসামিদের কে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply