দিনাজপুরের খানসামায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক নামে এক আপন ভাতিজা পিটিয়ে হত্যা করেছে চাচী এবং চাচাতো ভাই। ১১ মে মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের পন্ডিতপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়,আজ সকালে আব্দুর রাজ্জাক ছাগল বাঁধে তার চাচীর জায়গার একটি গাছে।ছাগল কেন তার গাছে বেঁধেছে সে নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে চাচা মৃত আব্দুল মান্নানের স্ত্রী জেসমিন এবং চাচাতো ভাই জুয়েল লাঠি দিয়ে মারে আব্দুর রাজ্জাককে। বাহিরে চিল্লাচিল্লি শুনে আব্দুর রাজ্জাকের দুই ভাই আব্দুর রউফ এবং গোলাম রব্বানী ছুটে আসে। এসে দেখতে পায় রাজ্জাক গাছের পাশে মরে পড়ে আছে। জেসমিন এবং চাচাতো ভাই জুয়েল লাঠি হাতে দাঁড়িয়ে আছে। এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন,থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে;লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
Leave a Reply