দিনাজপুরের খানসামা উপজেলায় ফেসবুক গ্রুপ প্রিয় খানসামা পরিবেশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা- ২০২১ এর পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইউএনও কার্যালয়ে সিনিয়র ও জুনিয়র গ্রুপের মধ্যে বিজয়ী ৬জনকে পুরষ্কার বিতরণ করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম,পূর্ব নলবাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ, প্রিয় খানসামা গ্রুপের প্রধান এডমিন এস.এম.রকি, এডমিন মোকছেদুল ইসলাম ও লায়ন ইসলাম এবং মডারেটর অশোক রায় জয়, রতন রায় অভি, জে আর জামান, আশরাফুল রিফাত, শাহরিয়ার সুমন ও স্বেচ্ছাসেবকগণ।
Leave a Reply