দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ২০পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খানসামা থানা পুলিশ। শনিবার (২৬জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশ তাঁকে পাকেরহাট কইনাডুবি ব্রীজের পার্শ্বে আটক করে। এসময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ হয়। আটক নূর মোহাম্মদ উপজেলার মধ্য আংগারপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। আংগারপাড়া ইউনিয়ন বিট পুলিশিং ইনচার্জ এস আই মোতাহারুল ইসলাম বলেন, অপরাধ দমনে বিট পুলিশিং এর মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখছে। আটকের বিষয়টি নিশ্চিত ওসি শেখ কামাল হোসেন বলেন, মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদকে আদালত সোপর্দ করা হয়েছে। খানসামা উপজেলাকে মাদক মূক্ত রাখতে থানা পুলিশ সর্বদা সজাগ তবে মাদক প্রতিরোধে সব শ্রেণী-পেশার মানুষের সচেতনতা প্রয়োজন।
Leave a Reply