মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

দারিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে আনসার আলীর অর্থায়নে বিতরন হচ্ছে গরু, ছাগল,ও সেলাই মেশিন! Matrijagat TV

 হৃদয় হাসান স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০২০

সারাদেশব্যাপী করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রায় দেশের প্রত্যেকটি জেলাকে লকডাউন হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশের মানুষ খুব দুঃসহ জীবন যাপন করছে করোনা দুর্যোগে। করোনা দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলী। খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি এবার তিনি দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে গরু,ছাগল ,সেলাই মেশিন বিতরনের উদ্যোগ নিয়েছেন। নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পরামর্শে আনছার আলী তার নিজস্ব যাকাত ফান্ড থেকে শুক্রবার ( ১৫ মে) প্রথম ধাপে ১০০টি পরিবারে ছাগল, ২০টি পরিবারের সেলাই মেশিন বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অলিউল্লা,মনির হোসেন, রূপগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মিঠু , রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি মতিন,সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, সাংগঠনিক সম্পাদক মোহন, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিলান ভান্ডারী, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক লাখি আক্তার, ইউপি সদস্য ও রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি জিন্নাত জাহান জিসান, সাধারণ সম্পাদক আন্নি আক্তার,নবী এবং মোরাদ। বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আনসার আলী বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর এর নির্দেশে প্রথম থেকেই মানুষের পাশে ছিলাম এখনো আছি আল্লাহ যদি সহায় হোন তাহলে শেষ পর্যন্ত মানুষের পাশে সেশ পর্যন্ত মানুষের পাশে থাকবো’ ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581