রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম লকডাউনে শিক্ষার্থীদের ঘরে বসে পড়াশোনায় নতুন মাত্রা যোগ করলো “জুবিলীয়ান ২১” অ্যাপ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০২০


হুমায়ুন আহমেদঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় সারাবিশ্ব যখন লকডাউনে, তখন সন্তানদের লেখাপড়ার বিষয়টি নিয়ে ঘরে ঘরে অভিভাবকদের নিকট এক ধরনের দুর্ভাবনার জন্ম নিতে শুরু করেছে। যদি এই বিষয়টা বিচ্ছিন্নভাবে দুই-এক জায়গায় হতো তাহলে সেই এলাকার বাবা-মায়েরা দুর্ভাবনা করতে পারতেন। কিন্তু যেহেতু এই করোনা বিপর্যয় শুধু সারাদেশে নয়, সারা পৃথিবীতেই হচ্ছে তাই সিয়াম রহমান মনে করে শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে বাবা-মায়েদের আলাদাভাবে দুর্ভাবনা করার কোনো কারণ নেই। বাবা মায়েদের এই চিন্তা ধারাকে দূর করতে সিয়াম রহমান শিক্ষার্থীদের ঘরে বসে পড়াশোনার নতুন নতুন ধারা আবিস্কার করে ফেলেন “জুবিলীয়ান ২১ – দ্যা ভার্চুয়াল স্কুল” অ্যাপটি।
এই অ্যাপে ১৫টিরও বেশি সুযোগ-সুবিধা রয়েছে; যা ঘরে বসে শিক্ষার্থীদের পড়াশোনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হয়।এই করোনার কালে বাবা-মায়েরা যদি লেখাপড়ার আসল উদ্দেশ্যটা কী সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করেন, আমার মনে হয় তাহলে তাদের দুর্ভাবনাটা আরও কমে যাবে জুবিলীয়ান ২১ – দ্যা ভার্চুয়াল স্কুল” অ্যাপটি মাধ্যমে। পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ সিয়াম রহমান গত ২১শে মে ২০২০ স্বেচ্ছায় এই অ্যাপটি তৈরির উদ্যোগ গ্রহণ করে এবং ২৫শে মে ২০২০ অ্যাপটি তৈরির কাজ সম্পন্ন করে। এই অ্যাপ দ্বারা শিক্ষার্থীরা দৈনিক পাঠ বিবরণী এবং ক্লাসে উপস্থিতির তথ্য ও বেতন আদায়ের তথ্য সংরক্ষণ, সকল শ্রেণির পাঠ্যবই পিডিএফ আকারে পাঠ ও ডাউনলোড, অনলাইন ক্লাস ও অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ, লেখা ইংরেজি শব্দ বা বাক্যকে উচ্চারণ এবং মুখ দিয়ে উচ্চারিত ইংরেজি শব্দ বা বাক্যকে লেখায় পরিণত, পি.এস.সি. এবং জে.এস.সি. ও এস.এস.সি. পরীক্ষার ফলাফল দেখা,শিক্ষা সংক্রান্ত সকল নোটিশ দেখা এবং নিজের পরিচয় গোপন রেখে বিদ্যালয় সম্পর্কিত যেকোনো অভিযোগ প্রদান করতে পারা সহ আরও অনেক সুযোগ–সুবিধা গ্রহণ করতে পারবে। এছাড়াও এই অ্যাপে জাতীয় সংগীত, রণ সংগীত সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে এবং অন্যন্যভাবে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য এবং শিক্ষকদের তথ্য এবং পটুয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় ফিচার সমূহ হাতের মুঠোয় থাকায় খুব দ্রুত গণমাধ্যমে সাড়া ফেলে এই অ্যাপটি। কিন্তু করোনাভাইরাস আমাদের ও আমাদের সন্তানদের লেখাপড়ায় নানারকম সর্বনাশ করেছে এবং করে যাচ্ছে, কিন্তু এক ধাক্কায় লেখাপড়ার বড় একটা অংশ তথ্যপ্রযুক্তির ও সফটওয়্যার এর আওতায় চলে আসছে তাতে কোনো সন্দেহ নেই। তাই আপনার সন্তানদের জন্য এই অ্যাপটি।এই অ্যাপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
মোঃ সিয়াম রহমান,
মোবাইল নাম্বার:- (+৮৮০১৬৫০০৭৮৯৪৭)

বর্তমানে অ্যাপটি এপিকে পিওর, গুগল ড্রাইভ, ড্রপবক্সে আপলোড করা হয়েছে। শীঘ্রই অ্যাপটি গুগল প্লে স্টোরে আসছে।
অ্যাপটি ডাউনলোড করতে আমার সাথে যোগাযোগ করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581