পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ০৩ নং বেতাগী সানকিপু ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের রামভাল্লব গ্রামের ১৬/০৬/২০২১ ইং তারিখ আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় এক বৃদ্ধা মহিলাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছেন দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে । সন্ত্রাসীরা হলেন ০৪ নং ওয়ার্ডের ১।মোঃ সেলিম খান (৪৫) ২। মোঃ জসিম খান(৪০)পিতা মৃত্যু আব্দুর রশিদ খান ৩।মোঃ বাবুল খান (৩২)পিতাঃ সেলিম খান ৪।মোসাঃ নূরনাহার, স্বামী মোঃ সেলিম খান ৪। মোসাঃ পারভিন বেগম স্বামী মোঃ জসিম খান সহ আরো জরিত আছে। তারা দুই ভাই একাধিক বিয়ে করে এবং তারা দুই তিন বছর আগে মোঃ সেলিম খান এক নারীর সাথে অনৈতিক কাজ করে ধরা পড়লে তাদেরকে এলাকার মানুষ পুলিশের হাতে তুলে দেয়। তাদের নামে আগে ও একটা মামলা হয় সেখানে কিছু দিন জেল খাটে তারপর জামিন নিয়ে আসে ।তারা মাদকের সাথে জড়িত আছে । বৃদ্ধা মোছাঃ ছকিনা (৭০) নামে এক মহিলাকে বগি দা, লোহার রড, লাঠি সোটা নিয়ে আক্রমণ করে মারাত্মক ভাবে জখম করে। তার অবস্থা আশঙ্কাজনক। বৃদ্ধ মহিলাকে মারধরের ঘটনায় এলাকা বাসি এবং সকল মহলের তীব্র নিন্দা জানাই।
Leave a Reply