ক্লিন সাতক্ষীরা গ্রীণ সাতক্ষীরা বাস্তবায়নের লক্ষে আজ বৃহস্পতিবার সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস’র আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সাংস্কৃতিক ও ত্রীড়া কর্মসূচীর আওতায় সাইকেল র্যালীর আয়োজন করা হয়। তালা উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে সাইকেল র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা চত্বরে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সাংস্কৃতিক ও ত্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম অফিসার গাজী শামীম হোসেন মিঠু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন রেজাউন-উল্লাহ,মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীহার রঞ্জন বিশ্বাস, সাংস্কৃতিক ও ত্রীড়া কর্মসূচীর ফোকাল পার্সন খাঁন মোঃ শাহ-আলম,রুহুল আমিন,আব্দুর রহমান তাহেরা সিদ্দিকী প্রমুখ।
Leave a Reply