1. banglawebs@matrijagattv.com : banglawebs :
  2. khansalimrahman@gmail.com : Matrijagat TV : Matrijagat TV
  3. info@matrijagattv.com : matrijagattv1 :
  4. hello@matrijagattv.com : matrijagattv2 :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

তানোর সফরে কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাক ও আলুর মাঠ পরিদর্শন!

মোঃ শরীফুল ইসলাম শরীফ তানোর প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

তানোর সফরে কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাক ও আলুর মাঠ পরিদর্শন!

মোঃ শরীফুল ইসলাম শরীফ তানোর প্রতিনিধি

বাংলাদেশ-ভারত ৫ম তম সাংস্কৃতিক মিলন-মেলা ২০২২ ইং উপলক্ষে রাজশাহীতে আগত, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্হাভাজন, অত্যান্ত বিনয়ী ও নিরহংকারী ব্যাক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ডাঃ আব্দুল রাজ্জাক, তানোর উপজেলা সফরে আসেন। সফর কালে তিনি তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চল কামারগাঁ ইউনিয়ন এর ছাঔড় বিলে আলুর মাঠ পরিদর্শন করেন।

জানা গেছে আজ ২৬ ফেব্রুয়ারী (শনিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ডাঃ আব্দুল রাজ্জাক তানোর উপজেলা সফরে আসেন। সফর কালে তিনি কামারগাঁ ইউনিয়ন এর ছাঔড় বিলে আলুর মাঠ পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন।

এসময় তাঁর সফর সাথি হিসেবে সঙ্গে ছিলেন; তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ দেবনাথ, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
তানোর উপজেলা আওয়ামী লীগের মোজলুম নেতা ও সাধারণ সম্পাদক, জননেতা আব্দুল্লাহ আল মামুন। তানোর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমরুল হক। তানোর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, খাদেমুন নবী চৌধুরী (বাবু)।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বনিক সমিতির সাধারণ সম্পাদক, রাকিবুল হাসান সরকার (পাপুল) এবং বিজেন কর্মকার, সাদাৎ, রিগান মন্ডল, সোহেল রানাসহ আওয়ামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, কামারগাঁ ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান জননেতা ফজলে রাব্বী ফরহাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর