গত চার দিনের তুলনায় আজ পঞ্চম দিন অনেকটা ঢিলেঢালা লকডাউন পালন করছে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার মুল শহরের মানুষ। প্রথম দিকে জনমনে অনেক টা প্রশাসনিক/করোনা ভয় ভীতি থাকলেও আজ পঞ্চমদিনে সেই প্রশাসনিক/করোনা ভয়ভীতি বিষয়ে অনেকটাই উদাসিন দেখা গেছে শাহাজাদপুর বাসীর মধ্যে।যার প্রমান পাওয়া গেছে বাজার বা রাস্তঘাটের জনগনের চলাচলের মধ্যো দিয়ে।যদিও বা শাহাজাদপুর প্রশাসন তাদের অবস্থানে কঠোর ছিল তারপরেও প্রশাসিনক কর্মকর্তারা চলে যাওয়ার পর বাজার ঘাটে আবারো সাধারণ দিনের মতই চলাচল শুরু করে।এমতাবস্থায় যদি শাহাজাদপুর বাসীর মধ্যে দ্রুত সচেতনতা ফিরিয়ে আনা না যায় তাহলে এর ফল সকল কেই ভুগতে হবে।
Leave a Reply