আগামী ০১ ফেব্রুয়ারী’২০২০ খ্রি: ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে অনেক উদ্বেগ উদ্দীপনা কাজ করছে। সকলে ভোট চাচ্ছেন সাধারণ মানুষের কাছে তাদের প্রিয় প্রার্থীর জন্য।
উক্ত নির্বাচন এর সার্বিক দিক পরিদর্শন করার জন্য সারাদিন কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন সহ সাংবাদিক বৃন্দরা।
বিভিন্ন ইলেক্ট্রিক মিডিয়া, প্রিন্টি মিডিয়ার পাশাপাশি বহুল জনপ্রিয় জাতীয় দৈনিক মাতৃজগত এর প্রতিনিধি হিসেবে নির্বাচনী কেন্দ্র সমূহের মধ্যে পরিদর্শক এর দায়িত্ব পালন করবে ২২ জন সাংবাদিক।
মাতৃজগত এর সম্পাদক খান সেলিম রহমান, সাংবাদিক শাহিন আলম ভুঁইয়া, মো: মেহেদী হাসান সবুজ, মো: নজরুল ইসলাম, মো: ইমন, সহ মোট ২২ জন সাংবাদিক।
দৈনিক মাতৃজগত এর সম্পাদক বলেন, আমরা সারাদিন ভোট কেন্দ্র সমূহের মধ্যে প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণে থাকবো। কোন দুর্ণীতি পক্ষপাতিত্ব সহ অশুভ আচরণ দেখা গেলে আমরা সরাসরি মিডিয়াতে প্রচার করবো, আইনশৃঙ্খলা বাহীনির সহায়তা গ্রহণ করবো। আমরা আশা করি প্রতিবারের ন্যায় এবারের সিটি কর্পোরেশন নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।
Leave a Reply