শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে।

খোন্দকার মফিজুর রহমান ক্রাইম রিপোর্টার
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে মোট ১৮টি মামলায় সর্বমোট ১ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ ০২ জুন, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ- বুধবার ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৪৫ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৩ টি মামলায় ৪০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৭ টি মামলায় ৭ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৩ টি মামলায় ১০ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ২ টি মামলায় ১৫ হাজার টাকা এবং ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্টে ১ টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৮টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১ লক্ষ ৫২ হাজার টাকা। এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ডিএনসিসি মেয়র এর আহবান “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়। স্বাক্ষরিত আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জনসংযোগ কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গুলশান, ঢাকা। মোবাইল- ০১৩১১০৬৬০৭৭

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581