বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন

ঢাকার দোহারে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিবাদে মানববন্ধন।

সাইফুল ইসলামঃ
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

নিরাপদ সড়কের দাবিতে ঢাকার দোহার উপজেলায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা বিক্রয় প্রতিনিধি এ্যাসোসিয়েশন। এসময় অনুমোদনহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। উপজেলা বিক্রয় প্রতিনিধি এ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা রতন চত্ত্বরে এ মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা। মানববন্ধনে উপস্থিত হয়ে উপজেলা পরিবেশক সমিতির সভাপতি লুৎফর রহমান বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে একাত্মতা পোষন করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার করিমগঞ্জ বটতলা আঞ্চলিক সড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় রিদিশা ফুড এন্ড বেভারেজ কোম্পানী লিমিটেডের উপজেলা বিক্রয় প্রতিনিধি আল ইমরান (২৪) ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ না করে আইনী প্রক্রিয়ায় লাশ নিয়ে যায় পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581