ঢাকার দোহার উপজেলায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) সকালে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের নেতৃত্বে এসআই আল নূর তারেক, এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার ও এএসআই মো. এরশাদ হোসেন সঙ্গীয় ফোর্সদের সহায়তায় উপজেলার চর লটাখোলা ব্রিজে চেকপোষ্ট বসিয়ে শাহাজাহান, হুমায়ুন ও সোহেল নামে তিন জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ৩৮৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো- শাহজাহান (৪৫), হুমায়ুন (৩৪) ও সোহেল (৩০)। এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, তাদের দেহ তল্লাশি করে ৩৮৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দোহার থানায় মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply