ডিডিপি জংসন ফেসবুক কুইজ প্রতিযোগিতায় পুরস্কৃত হলো তরুন সাংবাদিক ইয়াছিন শেখ। ডিডিপি জংসন ফেসবুক কুইজ প্রতিযোগিতার ৫ম পর্বে অংশ গ্রহণ করে সে দ্বিতীয় স্থান অধিকার করে। এই পর্বের বিজয়ীদের আনুষ্ঠানিক ভাবে পুরস্কার দেয়া হয় গত ২১ নভেম্বর’১৯ আওতাপাড়ায়। ঐ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ পর্বে অনুপস্থিত থাকায় ইয়াছিন শেখকে গতকাল সন্ধায় ডিডিপি জংসন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদান করেন ডিডিপির চেয়ারম্যান, জংসন সম্পাদক, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার ও শিল্পী জনাব এস এম রাজা। এসময় উপস্থিত ছিলেন জেএসকেএফ সভাপতি সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস, জাগ্রত নবীন সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোকলেস শেখ ,প্রিমিয়ার ব্যাংকের অফিসার ও ডিডিপির মহিলা বিষয়ক পরিচালক ইলমাতুল ইসলাম রুপা, সাংবাদিক হাসান আহমেদ,ব্যাবসায়ী শিল্পী বজলুর রহমান, সাংবাদিক সাব্বির হোসেন, ব্যাবসায়ী ও শিল্পী আব্দুল গাপ্ফার প্রমুখ। এদিকে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হওয়ায় ডিডিপি জংসন ও জেএসকেএফ এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply