করোনাভাইরাস এর সচেতনতার লক্ষে ২৫ মার্চ বুধবার বিকেলে দিনাজপুর উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিডাব্লিউসিসিআই)এর উদ্দ্যেগে বিভিন্ন এলাকার জনসাধারণ এবং পথচারিদের মাঝে ২শত পিস মাস্ক, ২শত পিস মিনি সাবান, ১৮০ এমএল এর ৮০টি হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড বিল বিতরণ করা হয়।
এ সকল কার্যক্রম (ডিডাব্লিউসিসিআই) এর সভাপতি জান্নাতুস সাফা শাহিনুর এর তত্ত্বাবধায়নে অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ বিভিন্ন এলাকার জনসাধারণসহ বিভিন্ন পথচারি এবং অটো ও রিক্সাচালকদের মাঝে ফ্রি বিতরণ করেন।
Leave a Reply