ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ১৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৮শ ২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৩০জুন) সকাল ১১টা ৩০ ঘটিকায় ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার হল রুমে পৌরসভার মেয়র আঞ্জুমানারা বেগম বন্যার সভাপতিত্বে উক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার সচিব মোঃরাসেদুর রহমান। এবারের বাজেটে রাজস্ব আয় এবং ব্যয় ধরা হয়েছে ৬৫কোটি ২৯ লাখ ২৫ হাজার ৩৬৯ টাকা। উক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ কাউন্সিলবৃন্দ,ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃএমদাদুল ইসলাম ভূট্টো,সহঃসাধারণ সম্পাদক মোঃআসাদুজ্জামান আসাদ,দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃসোহেল রানাসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply