ঠাকুরগাঁওয়ের ৭ এপ্রিল মঙ্গলবার বিকালে শহীদ মিনার স্টেডিয়ামে ১২ টি ওয়ার্ডে পাঁচ হাজার গরিব অসহায় দিন মুজুর ভ্যান চালক রিকশা চালক হোটেল বয় প্রতিবন্ধী ইত্যাদি মাঝে ত্রাণ বিতরণ করা হয় । সিদ্ধ চাল ,আলু , লবণ,তৈল ডাল ,ও সাবান বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আঃ মজিদ আপেল প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, শ্রমজীবি মানুষসহ অসহায় ও দুস্থ শ্রেণির মানুষেরা পড়েছে চরম বিপাকে পড়েছে। এ অবস্থায় তাদের খাদ্য সহায়তাসহ সার্বিক সহায়তায় এগিয়ে এসেছেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। তিনি ব্যক্তি উদ্যোগে ঠাকুরগাঁও পৌরসভাধীন ১২টি ওয়ার্ডে ৫ হাজার খাদ্য সমাগ্রীর প্যাকেট বিতরণ শুরু করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভাধীন এক নম্বর ওয়ার্ডের গরীব, অসহায়, দিনমজুর ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অসহায় মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন জেলা যুবলীগ সভাপতি আ: মজিদ আপেল খাদ্য সামগ্রী নিতে আসা কর্মহীন মানুষেরা জানান, আমরা ঘর হতে বের হতে পারছি না, কামাই রোজগার সব বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে সরকারি নির্দেশ মেনে-অনাহারে বাসায় অবস্থান করছি। আজ যুবলীগের সভাপতি আপেল আমাদের পাশে দাড়িয়েছেন, খাদ্য সহায়তা দিয়েছেন-আশা করি ৫-৭দিন খেয়ে-পড়ে বাঁচতে পারবো। ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল জানান, মৃত্যুর পর টাকা-পয়সা কারো সঙ্গে যাবে না। আল্লাহ্ গরীব-মেহনতি অসহায় হতদরিদ্র মানুষদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমার যতোটুকু সামর্থ হয়েছে তা দিয়ে এসব মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র। আজ ঠাকুরগাঁও পৌরসভার এক নং ওয়ার্ডের বাসিন্দাদের খাদ্য সামগ্রী প্রদান করা হলো, ক্রমান্বয়ে ১২ টি ওয়াডের্র পাঁচ হাজার পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হবে। দেশের এ ক্রান্তিকালে তিনি সমাজের বিত্তবান শ্রেণির মানুষদের এসকল হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাড়ানোর অনুরোধ জানান। খাদ্য সমাগ্রী বিতরণকালে জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, যুগ্ন সম্পাদক সুমন ঘোষসহ যুবলীগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply