সৈয়দপুর উপজেলার- হারুন ঠাকুরগাঁও সদরে কাজ করতে এসে মাদক সেবনের সময় ভ্রাম্যমান আদালতে ধরা পড়েছে, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নির্মাণ শ্রমিক হারুন উর রশিদ (২৭)। ২৭-জানুয়ারী সোমবার সন্ধায় ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভাধীন মুন্সীপাড়ায় ভ্রাম্যমান আদালত তাকে আটক করে এবং দোষী সাবস্ত হওয়ায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্ত হারুন উর রশিদের বাড়ী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। ঠাকুরগাঁও সদর ইউএনও ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলাকে মাদকমুক্ত নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদকমুক্ত না হওয়া পর্যন্ত সদর উপজেলায় এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply