মাদারীপুর জেলার রাজৈর থানার টেকের হাটের উত্তর পাশে আজ বৃহস্পতিবার ২৬.০২.২০২১ তারিখ সকাল ৮:৩০ ঘটিকার সময় একটি ট্রাক ও একটি পিকআপ গাড়ি সামনাসামনি সংঘর্ষ হয়।পিকআপের ড্রাইভার বাদলসহ সর্বমোট তিনজন মারাত্মকভাবে আহত হন।তবে নিহতের কোন ঘটনা ঘটেনি।শফিক নামের এক লোক মাতৃজগত পত্রিকার রিপোর্টারকে বলেন আমরা কয়েকজন লোক মাঠে কাজ করছিলাম হঠাৎ বিকট একটা শব্দ শুনি তাকিয়ে দেখি রাস্তায় গাড়ি এক্সসিডেন্ট করেছে।আমরা সেখানে দ্রুত যাই এবং দেখি পিকআপের ড্রাইভার বাদলসহ তিনজন গাড়ির ভিতরে আটকা পড়েছে।আমরা তাদেরকে সেখান বের করে দ্রুত নিকটস্থ টেকের হাট হাসপাতালে পাঠাই।কিন্তু ট্রাকের ড্রাইভার গাড়ি রেখে সেখান থেকে পালিয়ে যান।ট্রাকের ড্রাইভারের কোন খোজ পাওয়া যায়নি।খবর পেয়ে নিকটের ফায়ার সার্ভিস দল উদ্ধার কাজে চলে আসেন।ফায়ার সার্ভিস কর্মকর্তারা খুব নিষ্ঠার সাথে কাজ করতাছে।তাদের একজনে বলেন আসলে যারা গাড়ি চালায় তাদের খুব সতর্কতার সাথে গাড়ি চালানো উচিত।সতর্কতার সাথে গাড়ি চালালে এরকম দুঘটনা আমাদের দেশে হোতনা
Leave a Reply