পাবনা সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন মেয়েটির মা। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার তারিবাড়িয়া বাজার এলাকায় পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের আলমগীর হোসেন (৩৬) ও তাঁর মেয়ে সিনহা (৬)। আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তারকে (৩০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। তারিবাড়িয়া বাজার এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন আলমগীর। এ সময় বালু পরিবহন করা একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনজন রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলে বাবা আলমগীর ও মেয়ে সিনহার মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নাসরিন খাতুনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ট্রাকটি আটক করে ভাঙচুর চালান। তবে ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেছে। ট্রাকটি পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ট্রাকের চালক ও তাঁর সহকারীকে খোঁজা হচ্ছে। তবে ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
Leave a Reply