টেকনাফ বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানী মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী মোহছেনা আক্তার(১০) শিশুকে ধর্ষণের ৬ ঘন্টার মাথায় আসামি রোহিঙ্গা শিক্ষক ধর্ষক নুরুল হককে আটক করছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ।
বৃহস্পতিবার (০১লা)অক্টোবর) রাত ১০ টায় টেকনাফ সদর ইউনিয়নের ০৩ ওয়ার্ডের মাঠ পাড়া পাহাড়ি দুর্গম এলাকা থেকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ শ্রেষশ্রেষ্ঠ যোগ্যতার পরিচয় দিয়ে নুর মোহাম্মদের নেতৃত্বে তাকে আটক করা হয়।
শিশু মোহছেনাকে বর্তমান কক্সবাজার সদর হাসপাতালে রেপার করা হয়েছ।
শিশু মোহছেনার অবস্থা আশঙ্কাজনক বলে ও তার বাবা আবু জানিয়েছেন ।
এলাকার মসজিদের মুসল্লিদের সূত্রে জানা গেছে,
শিশুকে বিকাল ৪ টার দিকে স্থানীয় মাঝের পাড়া মসজিদের উপরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ফলে প্রচুর রক্তকরণে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয় যায় ধর্ষক পরে শিশুকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার নবাগত ওসি মোঃ হাফিজুর রহমান।
Leave a Reply