বতর্মান সময়ে “করোনার” এমন পরিস্থিতিতে মানুষ চতুর্দিকে খুবই আতংকের মধ্যে চলাফেরা করছে।ঠিক এই কঠিন মুহূর্তে কাছের যোগাযোগের জন্য সিএনজি টমটমগুলির চলাচল মানুষের সুবিধার্তে অব্যাহত রাখা হয়েছে।
এমন সুবিধা কে পুঁজি করে যাত্রীদের থেকে ন্যায্য ভাড়া আদায় না করে,অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
জানাযায়,
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় করোনার ক্রান্তিকালে প্রয়োজনীয় চলাফেরার জন্য সিএনজি টমটমগুলি সড়কে চলাচল করছে।কিন্তু এমন দুঃসময়ে মানুষের কাছ থেকে সিএনজি টমটম চালকেরা অস্বাভাবিক ভাবে ভাড়া আদায় করে নিচ্ছে।
কোনো যাত্রী ন্যায্য ভাড়া নিতে অনুরোধ করলে, অশালীন গালিগাজ করে মানুষের সামনে লাঞ্ছিত করছে।
ভুক্তভুগী যাত্রীরা মিডিয়া কর্মীদের জানান,আমরা অতি প্রয়োজন দেখা দিলে বাড়ি থেকে বের হয়ে যখন টমটম বা সিএনজিতে করে কোথাও যায়,নামার পরে ন্যায্য ভাড়া দিলে , কখনো নিতে চাইনা।
কেউ যদি অনুরোধ করি যে,ভাই এমন কঠিন মুহূর্তে আপনারা যদি আমাদের এইভাবে চাপসৃষ্টি করে অতিরিক্ত ভাড়া নেন,তাহলে মানুষ কিভাবে চলাফেরা করবে?
তখন মানুষের সামনে অস্বাভাবিক অসাধু আচরণ করে থাকে। যার কারণে যাত্রীরা ইজ্জত রক্ষার্তে তাদের চাওয়ামত ভাড়া দিতে বাধ্য হয়।
নির্যাতিত যাত্রীরা আরো বলেন,
এই মানুষরূপী অসাধু চালকদের হাত থেকে মানুষ কে বাঁচানোর জন্য পুলিশ-প্রশাসনের ভুমিকা খুব -ই জরুরী বলে মনে করেন।
তাই যাত্রী রা আইনের আশ্রয় চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply