করোনাভাইরাস এর কারণ সারাদেশের লকডাউন অবস্থায় কক্সবাজার জেলাস্থ টেকনাফ উপজেলাধীন হোয়াইক্যং ইউপির ৩ নং ওয়ার্ড উনছিপ্রাং এলাকায় এক স্কুল ছাত্রীকে বেধড়ক মারধর ও হাতুড়ী পিটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সন্ত্রাসীরা আহত সুবেদার কোমর থেঁতলে দিয়েছে এবং মাথায় রক্তাক্ত জখম করেছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রা জানায়,গতকাল শনিবার (২৮/০৩/২০২০) দুপুরে ১২/১৪জনের একদল যুবক অতর্কিতভাবে লাঠিসোটা রড ইত্যাদি নিয়ে স্কুল ছাত্রী রুবেদার বাড়িতে এসে কোন কথা ছাড়াই রুবেদা আক্তার (১৪) কে বেদম প্রহার করে। তাদের আক্রমণে রুবেদা এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে। খবর পেয়ে তার আত্মীয় স্বজন তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। স্থানীয় ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষ করে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ সদর হাসপাতালে রেফার করে। সরেজমিনে গিয়ে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় যুবকের মধ্যে বাড়াবাড়ি ও হাতাহাতি হয়। একপর্যায়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দিলে এক যুবক পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ফয়সাল নামক যুবক কে না পেয়ে আত্মীয় হওয়ার সুবাদে রুবেদা আক্তারের উপর চড়াও হয়। চতুর্মুখী হামলায় রুবেদা গুরুতর আহত হয়।
স্থানীয়রা জানায়, নূর মোহাম্মদ কালুর পুত্র রশিদ আহমদ, আলী হোসেনের পুত্র মেজবাহউদ্দিন আবু সিদ্দিক এর পুত্র আব্দুর রশিদ, আব্দুর রশিদের পুত্র মোজাম্মেল, আলী আহমদ এর পুত্র রমজান আলী, আইয়ুব আলী, কবির আহমদের পুত্র আব্দুর রহমান, রিয়াজউদ্দিন, গিয়াস উদ্দিন, মোক্তার আহমদ, নুর হোছন গং এ বর্বোরচিত হামলায় অংশ নেয়। আহত রুবেদা কাঞ্জর পাড়া উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর ছাত্রী ও মরহুম আব্দুস সালামের কন্যা বলে জানা গেছে। তিন নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল বাসেত জনান, ঘটনাটি অমানবিক একজন স্কুল ছাত্রীর উপর এভাবে আক্রমণ কখনো মেনে নেওয়া যায় না।
স্থানীয় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি স্কুল ছাত্রীর উপর হামলার ঘটনাটি শুনেছেন বলে জানান। এ ব্যাপারে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply