কক্সবাজার জেলা প্রতিনিধি।
উপপরিদর্শক হিসেবে ১৯৯৫ সালপ পুলিশ বাহিনীতে যোগ দেয়। একাধিকবার রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি।
প্রদীপ কুমার দাশ ২০১৯ সালে পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পান।
টেকনাফ মডেল থানায় ওসি হিসেবে যোগ দেন ২০১৮ সালে। দীর্ঘ গৌরবোজ্জ্বল অতীতের বিষাদময় সমাপ্তি।
নানা নাটকীয়তার মধ্যদিয়ে চট্টগ্রাম থেকে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে বৃহস্পতিবার (০৬ আগস্ট) পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা নিহতের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ।
গত বুধবার (০৫ জুলাই) রাতে সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়।
এরআগে আদালতে সিনহার বোনের দায়ের করা মামলাটি টেকনাফ মডেল থানায় নিয়মিত হত্যা মামলা হিসেবে বুধবার রাত সাড়ে ১০টার দিকে রুজু হয়।
গত শুক্রবার ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে, এসআই লিয়াকতের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)।
Leave a Reply