বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে করোনা সচেতনতা র‌্যাবের অভিযান! ? Matrijagat TV

আলমগীর তালুকদার টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য টাঙ্গাইলে র‌্যাব সদস্যরা সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।

রোববার (২৯ মার্চ) র‌্যাব-১২ ও সিপিসি-৩ সদস্যরা র‌্যালি বের করে সচেতনতামূলক প্রচারণা ও মাইকিং করে। সকাল ১১টায় বের হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার পরিদর্শন করে।

এছাড়া র‌্যাবের পক্ষ থেকে শহরে হাতধোয়া কর্মসূচি ও মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাদসহ অন্যান্য সদস্যরা। র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাদ জানান, বাইরে বের হওয়া লোকজনকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বাড়িতে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

প্রশাসনের নিয়ম-কানুন মেনে কাজ করলে অবশ্যই করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করা যাবে। তাদের এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন উপজেলায়ও প্রচারণা চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581