বাবা-মা আত্মীয় স্বজনের কাছে নেশা করার জন্য টাকা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক কিশোর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার টঙ্গীর আউচপাড়া কাঁঠালদিয়া কড়ইতলা বস্তিতে।বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়। নিহতের নাম রনি (১৬)। তার পিতার নাম ইব্রাহিম মিয়া। পারিবারিক সূত্রের উদ্বৃতি দিয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি শাহ্ আলম গতকাল রাতে জানান, রনি বৃহস্পতিবার রাতে নেশা করার জন্য উতলা হয়ে উঠে। নানা ধরনের পাগলামি করতে থাকে সে। বাড়ির সবার কাছে সে নেশার টাকা চাইলেও কেউ তাকে টাকা না দিয়ে আরো বকাঝকা করে। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে ঘর থেকে বের হয়ে যায়। গভীর রাতে সে বাসায় ফিরে আসে। সকালে তার শোবার ঘরে তার কোন শব্দ না পেয়ে ঘরের দরজা খুলে দেখা যায় সে সিলিংয়ের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
Leave a Reply