গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট মোল্লাবাড়ি এলাকা থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জন্মের ঠিক ২দিন পরে কে বা কারা শিশুটিকে ডাস্টবিনে ফেলে রেখে যায় ।১৫ই ফেব্রুয়ারী রোববার সকাল ১০.৩০ টার দিকে স্বানীয় জনগন পলিথিনে মুরানো শিশুর লাশ দেখতে পায়।পরে স্বানীয়রা টঙ্গী পশ্চিম থানায় ফোন করে পুলিশকে জানায়। টঙ্গী পশ্চিম থানার পুলিশের (এসআই) সাইফুল ইসলাম মাতৃজগত পত্রিকার সাংবাদিক কে জানান, মোল্লাবাড়ি রসুলবাগ এলাকার একটি ড্রেনের পাশে পরিত্যক্ত অবস্থায় নবজাতক শিশুটির মৃতদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
তবে স্থানীয়রা জানান অনেক খোজা খুজির পরেও শিশুটি কে বা কারা ফেলে রেখে গেছে তা জানা যায়নি।কাউকে না পাওয়ায় পুলিশ ও স্থানীয় জনতা মিলে দুপুর ২টার দিকে খাঁপাড়া দিঘির পাড় সরকারি কবরস্থানে শিশুর মরাদেহটি দাফন করে একই সাথে টঙ্গী পশ্চিম থানার এস আই মোঃসাইফুল ইসলাম এলাকাবাসিকে সতর্ক থাকার এবং এরকম অসামাজিক কাজ থেকে দুরে থাকার আহবান করেন।
Leave a Reply