টঙ্গীতে সাদিয়া (১১) এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সাদিয়া গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট মোল্লা বাড়ি উত্তর আউচপাড়া এলাকার স্থানীয় আলতাফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃসাইফুল ইসলাম এর মেয়ে।তাদের গ্রামের বাড়ি নওগাঁ সদর থানার সুলতানপুর গ্রাম। সাদিয়ার পিতা জানান, সাদিয়া কে শুটিং এর কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় নিয়ে যায় br মাল্টিমিডিয়ার ডিরেক্টর বিপ্লব এবং বিভিন্ন প্লবন দেখিয়ে তাকে ধর্ষন করে।
ধর্ষনের পরে সে গর্ববতি হলে তিন মাস পরে আমরা টের পাই।তাকে জিজ্ঞেস করলে তার দুলাভাই বিপ্লব এর নাম প্রকাশ করে। মান সম্মানের মেয়েকে গর্বপাত করাই,গর্বপাতের ফলে অতিরিক্ত রক্ত খরন হয়,অবস্থা খারাপ দেখে প্রথমে কর্মিটুলা হাসপাতালে নিয়ে যাই।অবস্থা গুরতর দেখে কুর্মিটুলা হাসপাতালের চিকিৎসক রোগীকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলেন।ঢাকা মেডিক্যাল এ নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে আই সি ইউ তে ভর্তি করার আগেই তার মৃত্যু হয়।পরে মেয়ের লাশ গ্রামের বাড়ি নিয়ে যাই এবং সেখানে মেয়েকে দাফনের কাজ সম্পুর্ন করি। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়েছে কি না জানতে চাইলে সাদিয়ার পিতা জানান থানায় কোন অভিযোগ হয়নি তার বাড়ির বাড়িওয়ালা ব্যপারটা মিমাংসা করে দিবে বলে জানান তিনি।
প্রতিবেশি একজন জানান, তার বাবা মা তাকে ঔষধ খায়িয়ে গর্বপাত করায়, গর্বপাতের ফলে অতিরিক্ত রক্ত খরন হয় পরে মেয়েকে নিয়ে কর্মিটুলা হাসপাতালে যায়।অবস্থা গুরতর দেখে কুর্মিটুলা হাসপাতালের চিকিৎসক রোগীকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলেন।ঢাকা মেডিক্যাল এ নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে আই সি ইউ তে ভর্তি করতে বলেন। কিন্তু সাদিয়ার পরিবার আই সি ইউ তে ভর্তি না করে পুলিশ ও সাংবাদিক জানা জানি হবে বলে তৎক্ষনাত সাদিয়া কে নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং পথের মধ্যে যমুনা সেতু পার হওয়ার আগে অতিরিক্ত রক্ত খরনের ফলে সাদিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, সাদিয়ার মৃত্যুর পর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সাদিয়ার মৃতদেহ তার পরিবারের লোকজন তার গ্রামের বাড়ি নিয়ে যায়। ধর্ষক বিপ্লব সাদিয়ার পরিবার কে মামলা না করার জন্য বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে বলে জানা যায়।পরিবারের লোকজন সহ স্থানীয় একটি চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানা যায়। টঙ্গী পশ্চিম থানায় এ ব্যাপারে কোন অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে ডিউটি অফিসার বলে এ ব্যাপারে কোন অভিযোগ হয়নি তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করলে আমরা পদক্ষেপ নেবো।
Leave a Reply