ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কলাবাগান থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের পাশে কলাবাগান থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, শ্বাসরোধে যুবককে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার হওয়া ওই যুবকের নাম শাহীন আলম (৩০)। তিনি বালিয়াডাঙ্গা পূর্বপাড়ার চাঁদ আলীর ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া গণমাধ্যম কে বলেন, গতকাল শনিবার রাতের কোনো এক সময় ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ কলাবাগানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply