আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের মানুষের যাতায়যতের রাস্তাটি বর্ষা মৌশুমে চলাচলের অনুপযোগী হওয়ায় স্থানীয়দের বাজার তথা ইস্কুলে যাওয়ার অনুপযোগী হওয়ায় স্থানীয়রা নিজ উদ্যোগে সেচ্ছাশ্রমে কাঁচা রাস্তায় ইট দিয়ে কাঁদার কবল থেকে নিষ্কৃতি পেতে সংস্কারে হাত দিয়েছে।
প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রায় দুই গ্রামের মানুষ যাতায়াত করেন, কিন্তু হালকা বৃষ্টি হলেই রাস্তাটির উপর কাঁদা সৃষ্টি হওয়ায় মানুষের চলাচলে অনেক ভুগান্তির স্বীকার হতে হয়।
এই ভোগান্তির কবল থেকে নিষ্কৃতি পেতে শংকরহুদা গ্রামের আবুবক্কর বিশ্বাস, আশরাফ বিশ্বাস, মিজানুর বিশ্বাস, রাজু আহাম্মেদ, জিয়াউর রহমান, আলিকদর, আলাউদ্দিন, রুবেল বিশ্বাস, পারভেজ, আহসান হাবিব প্রমুখ একত্র ভাবে প্ররিশ্রম দিয়ে সম্পুর্ণ রাস্তাটি মেরামত করে এলাবাসীর ভোগান্তি দুর করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দিয়েছে।
তাদের এই কার্যক্রম কে এলাকাবাসী বাহবা জানিয়েছেন।
Leave a Reply