যশোরের ঝিকরগাছার ছাত্রলীগ পরিবার এক যোগে সবার সামর্থের ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ, ঝিকরগাছা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দিন মহোদয় ও ঝিকরগাছা উপজেলা পরিষদের, চেয়ারম্যান জননেতা জনাব মনিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সেলিম রেজার সার্বিক দিক নির্দেশনায়, নিজেরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, জনসমাগম পরিহার করে শান্তিপূর্ণভাবে গণমানুষের পাশে থেকে, জনসাধারণের মাঝে সচেতনতা তৈরীসহ ১৫,০০০ (পনের হাজার) হ্যান্ড স্যানিটাইজার ও ১৫,০০০ (পনের হাজার) মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহন করেছে।
ঝিকরগাছা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতারণ করছে ছাত্রলীগের নেতা কর্মীরা। ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে আজ পৌর এলাকায় সচেতনমূলক লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতারণ করে।
এই বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু বলেন, শুধু পৌর এলাকায় নয়, ধারাবাহিভাবে আজ থেকে বিভিন্ন ইউনিয়নে শুরু করা হবে। ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে। আজ থেকেই তারা অসহায় মানুষদের মধ্যে লিফলেট মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে।
Leave a Reply