যশোরের ঝিকরগাছায় খাদ্যে ভেজালসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদউত্তীর্ণ খাদ্য বিক্রয় করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রেলওয়ে ষ্টেশন এলাকার বেকারী মাসুদ রানাকে ১০ হাজার ও মাছবাজার এলাকার ফাস্টফুট বিক্রেতা আরমান হোসেনকে ২ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট সুমী মজুমদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর প্রতিনিধিদল একত্রিত হয়ে করোনা প্রতিরোধে সচেতনতামূলক মাইকিংসহ বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ডা. কাজী নাজিব হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আফজাল হোসেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, সেকেন্ড অফিসার এস আই দেবব্রত দাস, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নিছার আলী, সাবেক ছাত্রলীগ নেতা এমামুল হাবিব জগলুসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
Leave a Reply