রিপোর্ট মোঃ মাসুম খান
ঝালকাঠি জেলা প্রতিনিধি॥ যৌতুক না পেয়ে স্ত্রীকে তালাক দিয়ে প্রতারক স্বামী অন্যত্র বিয়ে করার হুমকি দেয়ায় ঝালকাঠি আদালতে যৌতুক মামলা দায়ের করেছে স্ত্রী। ঝালকাঠি পৌরসভার ১নং বিকনা এলাকার মৃত আবুল কালাম তালুকদারের কন্যা মোসা: নুপুর বেগম এর সাথে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার নোয়াইল গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র শরীফ হোসেন এর সাথে প্রথমে প্রেম ভালবাসা এবং পরে ২০১৬ সালের মে মাসে ইসলামী শরীয়াহ মোতাবেক রেজিস্ট্রি বিবাহ হয়। বিবাহের সময় নুপুর বেগমের পরিবার ১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার ও বিভিন্ন মালামালের অনুমান মূল্য ৮০ হাজার টাকা প্রদান করে শরীফ হোসেনকে। বিবাহের পর স্বামী শরীফ হোসেন ১লক্ষ টাকা তার স্ত্রী নুপুর বেগমের বাপের বাড়ী থেকে যৌতুক বাবদ আনার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ আসছিল। নুপুর বেগম উক্ত টাকা বাপের বাড়ী থেকে সংগ্রহ করে দিতে না পারায় তাকে তালাক দেয়ার হুমকি দেয় স্বামী শরীফ হোসেন। বিষয়টি নিয়ে শালিস বৈঠক করে মীমাংসা না হওয়ায় গত ২৭ আগষ্ট ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নুপুর বাদী হয়ে মামলা দায়ের। মামলায় তার স্বামী শরীফ হোসেন ও শাশুড়ী মিনু আক্তারকে আসামী করা হয়। মোসা: নুপুর বেগম সাংবাদিকদের জানান, আমার স্বামী ও শাশুড়ী মিলে যৌতুকের জন্য বিভিন্ন সময় আমাকে মারধর করত। প্রায় সময়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত।
Leave a Reply