ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির গাভারামচন্দ্রপুর ইউনিয়নে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মো: রাসেল খান(৩৩) নামে ১ জন আহত হয়েছে। আহত রাসেল সদর উপজেলার বীরসেনা গ্রামের মৃত হেমায়েত উদ্দিন খানের পুত্র। এ ঘটনায় ৬ আগষ্ট ঝালকাঠি থানায় ভুক্তভোগী রাসেল বাদী হয়ে একখানা অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ঝালকাঠি সদর উপজেলার বের মহল গ্রামের ফারুক হাওলাদরের ছেলে হাছিব হাওলাদার ও রাজিব হাওলাদার, মৃত মন্নান হাওলাদারের ছেলে শাহ আলম হাওলাদার, ফারুক হাওলাদার এবং সেলিম হাওলাদার, আলমগীর হাওলাদারের ছেলে ইমন হাওলাদার, সোবাহান সরদারের ছেলে শাহিন সরদার অত্যন্ত দাঙ্গাবাজ, নেশাখোর ও সংঘবদ্ধ একটি চক্র। তিনি অভিযোগ আরো জানান, বাদী রাসেল পেশায় একজন মটর সাইকেল চালক। ৬ আগষ্ট যাত্রী নিয়ে বোর্ড স্কুল যাওয়ার পথে বাওনের হাট ব্রিজের উত্তর পাশে দোকানের সামনে বিবাদী হাছিব তার গাড়ীর পিছনে রাজিবকে নিয়ে বেপরোয়াভাবে মটর সাইকেল চালাইয়া ওভারটেক করার সময় রাসেলের গাড়ীতে ধাক্কা দেয়।এতে রাসেল মটর সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পায়। বেপরোয়া গাড়ী চালানোর বিষয়ে রাসেল প্রতিবাদ জানিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাছিব ও রাজিব তাদের বন্ধুবান্ধব খবর দিয়ে ঘটনা স্থলে ওৎ পেতে থাকে। রাসেল বোর্ড স্কুল নামক স্থানে কাজ শেষ করে যাত্রী নিয়ে একই রাস্তা দিয়ে ফেরার পথে রাত অনুমান ৮ টার দিকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিবাদীরা রাসেলের উপর সন্ত্রাসী হামলা চালায়।এতে রাসেলের শরীরে বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। রাসেলের সাথে থাকা বাটন মোবাইল এবং তার যাত্রীদের সাথে থাকা স্যামসাং মোবাইল ফোন, নগদ ৬৫ হাজার টাকা বিবাদীরা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার এএসআই মোঃ জসিম জানান, বাদী রাসেলের লিখিত অভিযোগখানা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
#
Leave a Reply