সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন

ঝালকাঠিতে ৮২২ কেন্দ্রে ৯০হাজার শিশুকে ভিটামিন এ+ খাওয়ানো হবে

ঝালকাঠি জেলা প্রতিনিধি:-
  • আপডেট টাইম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

জেলায় ৮২২ কেন্দ্রে ৯০০৬১ শিশুকে আগামী ৪অক্টোবর থেকে ১৭অক্টোবর পর্যন্ত পক্ষব্যাপী ভিটামিন এপ্লাস খাওয়ানো হবে।

বুধবার (৩০সেপ্টম্বর) সকাল ১১টায় জেলার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।
আগামী ৪ থেকে ১৭অক্টোবর পর্যন্ত ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রণালয়।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয় মাস থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১২৭ জন শিশুকে নীল রংয়ের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৭৯ হাজার ৯৩৪ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ৮২২টি কেন্দ্রে এক হাজার ১২৭৪ জন স্বেচ্ছাসেবক এ দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসানের সভাপতিত্বে কর্মশালায় চিকিৎসক ডা. হাফিজুর রহমন, ডা. শাকিল খান, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারন সম্পাদক এ্যাডভোকেট আক্কাস সিকদার, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাসসহ ঝালকাঠির ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581