ঝালকাঠিতে রাতের আধারে অসহায় ও দুস্থ মানুষদের ধারে ধারে খাদ্য সামগ্রী নিয়ে ছুটছেন ঝালকাঠি পৌরসভার ৪,৬,৭নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ও ঝালকাঠি পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রী মোসা: সিমা বেগম।
সরকারের সামাজীক দূরত্ত বজায় রাখার নির্দেশনা মেনে প্রতিদিন সন্ধার পরে তিনি এ খাদ্য সামগ্রী নিয় অসহায় মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন।দিনের বেলা দিলে সামাজিক দুরত্ত বজায় থাকে না বলেই তিনি রাতের বেলা ঘরে ঘরে চাল, ডাল, তের , আলু পৌছে দেয়ার সিন্ধান্ত নেয়।
এ সময় মোসা: সিমা বেগম বলেন জনগন আমাকে ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছে করোনার কারনে কিছু মানুষ আজ অসহায় হয়ে পরেছে তাই এখন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়ানো আমার দায়িত্ব ও কর্তব্য। তিনি আরো বলেন,সমাজের বৃত্তবানদের এখন এগিয়ে আসা উচিৎ, ৪,৬,৭নং ওয়ার্ডে কয়েক শত পরিবারকে আমার সাধ্যমত পর্যায়ক্রমে এ সাহায্য সহযোগীতা করা হবে বলে তিনি জানান।
Leave a Reply