ঝালকাঠিতে পুর্ব শত্রুতার জেরে দোকান ঘরে আগুন ॥ খোলা আকাশের নীচে অসহায় পরিবার। রোববার দিবাগত মধ্য রাত আনুমানিক ২ টার সময় পশ্চিম ঝালকাঠির লাকী সল্ট ইন্ডাষ্ট্রিজের সামনে রাশেদ ষ্টোরে ঘটে।
ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, ওসি(তদন্ত) আবু তাহের পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ রাশেদ ষ্টোরের মালিক রাশেদের স্ত্রী রাশিদা বেগম জানান, দোকানে রাতের আঁধারে হুমাউন কাউন্সিলরের নেতৃত্বে সন্ত্রাসীরা পুর্ব শত্রুতার জেরে দোকানে থাকা মালামাল লুট করে নিয়ে আগুন ধরিয়ে দেয় এবং পাশে থাকা একটি বসত ঘরও ভস্মিভুত হয়।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানায়। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী প্রায় ৬/৭ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া সেই টাকা কিভাবে পরিশোধ করবে এ জন্য বার বার মূর্ছা যাচ্ছিলেন ভুক্তভোগী ৫ সন্তানের জননী রাশিদা বেগম। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্থক্ষেপ কামনা করেন রাশিদা বেগম। একাধিক মামলার আসামী হুমাউন কাউন্সিলর পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply