ঝালকাঠিতে এক গৃহবধূর গালে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিল একই বাড়ির আরেক গৃহবধূ। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামের আল আমীনের স্ত্রী আসমা বেগম(৩৫) এ মর্মান্তিক ঘটনার শিকার হন। জানা গেছে শুক্রবার বিকাল ৬টার দিকে শশা গাছ ছেড়াকে কেন্দ্র করে একই বাড়ির হানিফের স্ত্রীর বিথীর সাথে আসমার কথা কাটাকাটি হয়। বিথী বেগম (৩০) কথা কাটাকাটির এক পর্যায়ে আসমার গালে কামড় দিয়ে এক থাবা মাংস ছিঁড়ে নিয়ে যায়। এতে আসমা মারাত্মক রক্তাক্ত জখম হয়।এ সময় বাবুলের স্ত্রী ফাতেমা আসমার গলায় থাকা আধা ভরি ওজনের স্বর্নের চেইন ছিনাইয়া নিয়ে যায় এবং তাদের সাথে মোসলেম আলী হাওলাদারের ছেলে সুলতান হাওলাদার আসমার চুল ধরে টানাহেঁচড়া করে। এতে আসমার শরীরের কাপড় চোপড় খুলে গিয়ে বিবস্ত্র হয়ে পড়ে। আসমা ডাক চিৎকার করলে বাড়ীর অন্য লোকজন এসে আসমাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আসমার ডান গালে মারাত্মক জখম সৃষ্টি হয়েছে। এ রকম গালের মাংস ছিঁড়ে নেয়া রোগী ইতিপূর্বে দেখিনি।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নলছিটি থানার ওসি তদন্ত আ: হালিম জানান, ভুক্তভোগীর অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এ ঘটনায় ভৈরব পাশা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, এ ব্যাপারে ভোক্তভোগী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে তাকে আমি সহায়তা করবো।######
Leave a Reply