শিবচর উপজেলা মাদবরেরচর ইউনিয়নের বেইলী ব্রীজ বাজারে জাটকা মাছ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব ফেরদৌস ইবনে রহিম অভিযান পরিচালনা করেন। তার নেতৃত্বে অভিযান চলাকালীন বিপুল পরিমাণ জাটকা মাছ বাজেয়াপ্ত করা হয়। তাৎক্ষণিকভাবে ঝাটকা মাছগুলো চারটি মাদ্রাসা এতিমখানা পৃথক ভাবে ভাগ করে দেওয়া হয়। মাদ্রাসা এতিমখানা গুলো হল ( ১) বাহাদুর পুর মাদ্রাসা এতিমখানা (২) বড় বাড়ি মাদ্রাসা এতিমখানা (৩) বাখরের কান্দি হযরত খাদিজা (রা) হাফিজিয়া মহিলা মাদ্রাসা(৪) কুরআন সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা। মৎস্য কর্মকর্তা বলেন: শিবচর উপজেলার বিভিন্ন বাজারে আমাদের ঝাটকা অভিযান পরিচালনা চলমান থাকবে। অভিযান চলাকালীন বাজারে উপস্থিত ছিলেন, বাজার ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মেজবাহউদ্দিন, বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ রশিদ হাওলাদার, সিরাজ হাওলাদার , মোঃ হাজী আব্দুর রব মোড়ল, সিরাজ মোড়ল ও দেলোয়ার শেখ প্রমুখ বাজারের ইজারাদা মোহাম্মদ সাইদুর রহমান (সুজন) মাদবর বলেন: বাজারে জাটকা মাছ বিক্রি করা নিষেধ। কেউ যদি জাটকা মাছ বিক্রি করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Leave a Reply