স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের বেশ কয়েকজন গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডিএনবি) নামের একটি এনজিওর বিরুদ্ধে। ঋণের আশায় নিজেদের সঞ্চয়ের টাকা জমা দিয়ে প্রতারিত হয়েছে বেশ কয়েকজন গ্রাহক। ঋণ নিতে এসে এনজিও অফিসে তালা ঝুলতে দেখে মাথায় বাঁজ পড়েছে গ্রাহকদের। জানাগেছে, পাঁচবিবি পৌর শহরের টিএনটি পাড়া এলকায় একটি অফিস ভাড়া নিয়ে ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডিএনবি) নামের এই এনজিওটির শাখা অফিসের কার্যক্রম চালিয়ে আসছিলো। কিন্তু সরেজমিনে গিয়ে ওই অফিসের হদিস পাওয়া যায়নি। প্রতারণার শিকার দৈবকনন্দনপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানা ও আব্দুল লতিফের স্ত্রী মারজানা বলেন, প্রায় এক মাস আগে (ডিএনবি) এনজিওর ম্যানেজার রফিকুল ইসলাম আমাদের গ্রামে এসে দশ জনের একটি গ্রুপ করে সমিতি তৈরী করতে বলে। প্রতি লাখে ১০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়ে ঋণ নিতে বলে। তাঁর কথা মত আমরা দুজনে দুই লাখ টাকা করে ঋণ নেওয়ার জন্য ২০ হাজার করে ৪০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছি। অপর সদস্য একই গ্রামের শাহিন আলমের স্ত্রী মুরশিদা বেগম বলেন, আমাকে ১ লাখ টাকা ঋণ দেওয়া কথা বলে ১০ হাজার টাকা সঞ্চয় নিয়ে সোমবার অফিসে আসতে বলে। আমরা অফিসে ঋণ নিতে এসে দেখতে পাই এনজিওটির অফিসে তালা ঝুলছে। ম্যানেজারের ফোন নাম্বারে কল দিলে বন্ধ দেখায়। তারা আরো বলেন, আমাদের মত একাধিক গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন পরিমাণের ঋণ দেওয়া কথা বলেও সঞ্চয় জমা নিয়েছে। এবিষয়ে এনজিওটির পাঁচবিবি শাখার ম্যানেজার রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে উঁড়ে এসে জুড়ে বসে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে উধাও হওয়ার বিষয়টি জানেনা বলে জানান, উপজেলা সমবায় কর্মকতার্ লুৎফর কবির।
Leave a Reply