মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

জৈন্তাপুরে এসএসসি সমমান পরীক্ষায়পাশেরহার ৭৯.৪৫%,৩০টি জিপিএ -৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০২০

মোঃ- আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার ঃ

সিলেটের জৈন্তাপুরে এস.এস.সি সমমান পরীক্ষায় ৩০টি জিপিএ-৫ সহ এস.এস.সিতে পাশের হার ৭৯.৪৫%, দাখিলে পাশের হার ৮৮.৫৫% ও এসএসসি ভোকেশনালে পাশের হার ৭১.০৫%, মাধ্যমিকে পাশের হার ৭৯.৬৮% উপজেলায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের গড় পাশের হার ৭৯.৪৫%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়- সারাদেশের ন্যায় ২০২০ সনের এস.এস.সি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলা হতে ১৪টি মাধ্যমিক বিদ্যালয় হতে ১হাজার ৭শত ৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ২২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১হাজার ৩শত ৫৭জন শিক্ষার্থী।

তার মধ্যে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় ১১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৭৬জন, পাশের হার ৮৪.৪৪%, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় ২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৮৪জন পাশের হার ৮১.৫৫%, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ২২৭জন পাশের হার ৮২.৫৫%, বাউরভাগ উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৪৬জন পাশের হার ৭৩.০২%, ব্রিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় হতে ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৪২জন পাশের হার ৭৬.৩৬%, সারীঘাট উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ৮৭জন পাশের হার ৬০.৮৪%, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৮৭জন পাশের হার ৮৬.৬০%, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গালর্স উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৪০জন পাশের হার ৮০%, খাজার মোকাম উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ৩৭জন পাশের হার ৯৪.৮৭%, হরিপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ৩টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৮৭জন পাশের হার ৭৬.৩৩%, চিকনাগুল আর্দশ উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ১৫০জন পাশের হার ৮৬.৭১%, রমজার রূপজান বাগোর খাল একাডেমী ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৭৮জন পাশের হার ৮৩.৮৭%, চারিকাটা উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ৬০জন পাশের হার ৮২.১৯%, এবং এম.আহমদ পাবলিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে পাশ করেছে ৫৬জন পাশের হার ৮১.১৬%।

উপজেলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ৪টি দাখিল মাদ্রাসা হতে ১শত ৬৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১শত ৪৭জন শিক্ষার্থী। দাখিলে পাশের হার ৮৮.৫৫%। তারমধ্যে খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসা হতে পাশ করেছে ২৩জন পাশের হার ৭৬.৬৭%, জৈন্তা ডিএস মাদ্রাসা হতে পাশ করেছে ৬৯জন পাশের হার ৮৯.৬১%, সেনগ্রাম মোহাম্মদীয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা হতে পাশ করেছে ২০জন পাশের হার ৮৬.৯৬%, এবং চারিকাটা দারুল ইসলাম মাদ্রাসা হতে পাশ করেছে ৩৫জন পাশের হার ৯৭.৯৬%। অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে উপজেলার ৩টি বিদ্যালয় হতে এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষায় ২শত ২৮জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১শত ৬২জন শিক্ষার্থী। কারিগরিতে পাশের হার ৭১.০৫%, তারমধ্যে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ হতে ৪টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৬৯জন পাশের হার ৬১.৬১%, ব্রিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেন উচ্চ বিদ্যালয় ২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৬৩জন পাশের হার ৭৬.৮৩%, আমিনা হেলালী টেকনিকেল কলেজ হতে ২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৩০জন পাশের হার ৮৮.২৪%।

উপজেলার রেজাল্ট বিশ্লেষণ করে দেখা যায় এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশের গৌরব কেউ অর্জন করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581