শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

জেলা প্রশাসক হিসেবে সফলতার পরিচয় দিয়েছেন এস এম মোস্তফা কামাল! Matrijagat TV

 আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম শনিবার, ৪ এপ্রিল, ২০২০

জেলা প্রশাসক হিসেবে সে জেলার জনগণের জন্য তার উপর যতটুটু দায়িত্ব বর্তায় তার সবটুকু দায়িত্ব নির্বিবাদে পালন করে চলেছেন সাতক্ষীরা’র সুযোগ্য জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। তিনি সাতক্ষীরায় যুক্ত হওয়ার সাথে সাথেই শান্তি প্রিয় সাতক্ষীরার সকল স্তরের মানুষের খুব কাছ থেকে, পাশে থেকে আপনের মত নিজ ঘরের সন্তান হয়ে, অপামর সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়নে সহযোগিতা করে চলেছেন।

জেলার নিতান্ত পল্লী এলাকা তথা বিচার বঞ্চিত অবহেলিত জনগোষ্ঠীর এত দিনের পুষে রাখা ক্ষোভ বা যে কোন অভিযোগ সরাসরি শ্রবন করে সুস্থ সমাধানের ব্যবস্থা করেছেন। সে লক্ষে জেলা পর্যায়ে তার শত কাজ থাকা সত্বেও সাপ্তাহিক প্রতি বুধবার তার কার্যালয়ে সকলের অভিযোগ নেয়ার ব্যবস্থা করেছেন। সে ধারা অব্যাহত থাকলে ও সম্প্রতিক বিশ্বে করোনা ভাইরাস নামে একটি মারাত্মক ছোঁয়াচে এবং ঝুঁকি পূর্ণ ভাইরাস উতপত্তি হওয়ায় সেটা প্রতিরোধে সকল প্রকার স্কুল কলেজ অফিস আদালত বন্দের কারণে আপাতত স্থগিত রয়েছে। এ জন্য জনবান্ধব সাতক্ষীরা’র বিজ্ঞ জেলা প্রশাসক রেস্টে আছেন বা বসে আছেন তা কিন্তু নয়? তিনি তার সকল ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে প্রতিদিন সকাল দুপুর রাত্রি ছুটে চলেছেন জেলার প্রতিটি এলাকায়, করোনা নামক ভাইরাস টি যাহাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সবাইকে নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর হতে বের হতে নিষেধ করেছেন, ভারত থেকে বা ঢাকাসহ ভিন জেলার কেউ সাতক্ষীরায় নিজ বাড়িতে ফিরলে ১৪ দিন নিজ ঘরে একাকী থাকার জন্য বলা হয়েছে, এসময় তার সংস্পর্শে কাউকে না জাওয়ার কঠর ভাবে নিষিদ্ধ করা হয়েছে। সে ব্যাক্তির বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়ে চিহ্নিত করা হচ্ছে। অমান্য করলে জরিমানা করা হচ্ছে। তবে নিজ ঘরে বন্দি বা যে কোন দুস্থ অসহায়ের খাদ্য সমস্যা দেখা দিলে সরকারি সহ বিভিন্ন পর্যায়ে তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌছানোর ব্যবস্থা করা হয়েছে, এজন্য জেলার প্রতি উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসককে অবহিত করলে তার বাড়িতেই খাদ্য সামগ্রী পৌছানোর ব্যবস্থা করা হয়েছে।

তার পরে ও জেলা প্রশাসক প্রতিদিন জেলা শহর সহ বিভিন্ন এলাকার জনমানুষের নিজ বাসাতে অবস্থান নিশ্চিত করতে এবং শহরে প্রবেশ ঠেকাতে তার ম্যাজিস্ট্রেট বাহিনী, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্বয়ে কঠর ভাবে অবস্থান নিয়েছে। তার পরে সন্ধ্যা নামতেই একটু রেষ্টের পালা কিন্তু সেই রেষ্টকে বিসর্জন দিয়ে সন্ধ্যা নামতেই গভীর রাত অবধি গৃহবন্দী দুস্থ অসহায়ের বাড়ি বাড়ি বা মোড়ে মোড়ে খাদ্য সামগ্রী পৌছানোর ব্যববস্থা করছেন। এলক্ষে জেলার অপামর জনসাধারণ বিজ্ঞ জেলা প্রশাসকের কার্যক্রম তথা ব্যবহারে অতি মুগ্ধ হয়ে বাহ্বা দিচ্ছেন, সবার মুখে একই কথা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। তিনি আজ ৩ এপ্রিল সন্ধ্যায় করোনা ভাইরাস সম্পর্কে লাইভ এ বক্তব্য রাখবেন, সবাইকে লাইভে থাকার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581