ইসলাম ধর্মের পবিত্র ভূমি জেরজালেম নিজের দখলে নেওয়ার জন্য প্রতিদিন আক্রমন ও বর্বোরোচিত নিরযাতনের স্বীকার হচ্ছে ফিলিস্তিনের মুসলমানরা । ফিলিস্তিন নারী, শিশু ও নামাজরত মুসল্লীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জুম্মা’র নামাজ আদায় শেষে চাঁদপুর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে হাজারো মুসল্লীদের অংশ গ্রহণে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও রাজপথ কাঁপানো উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম মামুন। আরও বক্তব্য প্রদান করেন ব্যবসায়ী শাহাদাৎ হোসেন মিশু সহ অন্যান্য ব্যাবসায়ীরা । মো. মজিবুর রহমান রনি ও মো. ইয়াসিন আরাফাতের উদ্যোগে সহযোগীতায় ছিলেন ক্বাওমী মাদরাসা মার্কেট ও রজনীগন্ধা মার্কেট ব্যবসায়ীবৃন্দ। এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে স্বাগত জানান ও ফিলিস্তিনের স্বাধীনতা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহবান জানান।
Leave a Reply