বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:৫৭ পূর্বাহ্ন

জেএসআর স্টুডেন্ট’স গ্রুপ এর ডিজিটালাইজেশন কার্যক্রম অগ্র যাত্রা শুরু 👉 মাতৃজগত পত্রিকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

কক্সবাজার জেলার ব্যবসায়ী সফল প্রতিষ্ঠান জেএসআর স্টুডেন্ট’স গ্রুপ এর সফটওয়ার কার্যক্রম আনুষ্টানিক অগ্র যাত্রা শুরু হয়েছে।

আজ বুধবার ২৩ সেপ্টেম্বর জেএসআর স্টুডেন্ট’স গ্রুপ সংগঠন অফিসে ডিজিটালাইজেশন সফলতার সাথে সম্পন্ন হয়।

জেএসআর স্টুডেন্ট’স গ্রুপ এর সভাপতি জসিম উদ্দীন বলেন, ডিজিটালাইজেশন সফটওয়ারের মাধ্যমে আপনি নিজ মোবাইল jsrstudentsgroup.com সার্চ করে আপনার একাউন্ট এর মোট মূলধন, লাভ, রেপারেন্স লিস্ট এবং সকল প্রকার হিসাব আপনার নিজ মোবাইল কিংবা কম্পিউটার থেকে দেখতে পাবেন।

আপনার (একাউন্টের) তথ্য  ( User name) এবং পাসওয়ার্ড অফিস থেকে সংগ্রহ করুন।

এসো সবাই ঐক্য গড়ি , সবাই মিলে সঞ্চায় করি, আন্তকর্মসংস্থান সৃষ্টি করি, বেকারত্ব দূর করি।

জেএসআর শপিং মলের ডিরেক্টর মোঃ আবেদ উল্লাহ বলেন, জেএসআর শপিংমল থেকে কেনাকাটা করে নিশ্চিত ১০পার্সেন লাভের অংশ প্রতি মাস শেষে বুঝেনিন। এখান থেকে কেনাকাটা করলে লাভের ১০পার্সেন পেরৎ পাচ্ছেন। এবং আপনার সময় অপচয় হচ্ছে না। ভাল মানের প্রডাক্ট সুলভ মূ্ল্যে পাচ্ছেন। ক্রেতাদের জন্য রয়েছে হুম ডেলিভারির সুবিধা।
হুম ডেলিভারির জন্য যোগাযোগ : ০১৮ ৮৮ ৬৪ ১০ ১০।

বিস্তারিত জানার জন্য
০১৮ ২৫ ০২ ৩৯ ৮৫,
০১৮ ২৮ ৪০ ৯১ ৩৭।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Developed BY Matrijagat TV
matv2425802581