জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদী থেকে আব্দুল হামিদ (২৫) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাঁধা গ্রামের দুলাল শেখের ছেলে। বুধবার ১০ মার্চ সন্ধ্যায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা গ্রাম সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসা জেলেদের জালে লাশ আটকে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা লাশটি উদ্ধার করে। নিহতের বাবা দুলাল শেখ বলেন, গত মঙ্গলবার গ্রামে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় হামিদ।গভীর রাত পর্যন্ত বাড়িতে না আসায় মোবাইলে ফোন করলে বন্ধ পাই।আজ গ্রামবাসীরা খবর দিলে নদীতে গিয়ে ছেলের লাশ দেখতে পাই। ইসলামপুর সার্কেলের এএসপি মোঃ সুমন মিয়া জানান, ব্রহ্মপুত্র নদী থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply