জামালপুরে অমল মিয়া(৪০) নামে এক ট্রেনের টিকিট কালোবাজারিকে আটক করে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ মার্চ) দুপুরে এই দণ্ডাদেশ দেন জামালপুর সদর উপজেলার এসিল্যান্ড মাহমুদা বেগম।দণ্ডপ্রাপ্ত অমল মিয়া সাহাপুর এলাকার মৃত আলম মিয়ার ছেলে।তিনি দীর্ঘদিন যাবত টিকিট কালোবাজারি করে আসছিলেন। বুধবার রাতে র্যাব-১৪,সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার এম এম সবুজ রানা জানান, দুপুর ১২ টার দিকে রেলওয়ে স্ট্যাশন এলাকায় অভিযান চালায় র্যাব-১৪।এ সময় ৮টি ট্রেনের ১৪টি টিকিটসহ অমল মিয়াকে গ্রেপ্তার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় দোষি সাব্যস্ত হওয়ায় তাকে ১০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
Leave a Reply