বিশ্বজুড়ে মোহামারি করোনাভাইরাসের মোকাবেলায় খাদ্য সামগ্রী, ওষুধ, চিকিৎসা সেবা কেন্দ্র, ও কাঁচা বাজার ব্যতিত, জামালপুরের সকল ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি আরো বলেন।
এ আপদকালীন সময়ে নিম্ন আয়ের মানুষেরা যাতে অভাবে না থাকে সেই লক্ষে জামালপুরের সাত উপজেলার জন্য ৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। জামালপুরে করোনাভাইরাস মোকাবেলায় নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান ব্যতিত, গণবিজ্ঞপ্তি জারি করে সকল প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ে নিম্নআয়ের মানুষ যাতে অভাবে না থাকে সেই লক্ষে জামালপুরের সাত উপজেলায় ৭০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে প্রশাসন।
আজকের মধ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের সংখ্যা সংগ্রহ করা হবে এবং প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ২ কেজি ডাল বিতরণ করা হবে।
Leave a Reply