জামালপুরের মেলান্দহে ১২ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মিছবাহুল জান্নাত মহিলা মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদের ছেলে মোখলেসুর রহমানকে (৪৫) কে ৮মার্চ কারাগারে প্রেরণ করেছে। অভিযুক্ত মুখলেছুর রহমান মাহমুদপুর ইউনিয়নের ঠেইংগাপাড়া গ্রামের আবুলাম আজাদের ছেলে। জানা গেছে, পৌরসভার নাগেরপাড়ায় ফায়ার সার্ভিস ইষ্টেশনের পিছনে মোখলেসুর রহমানের বাসায় ২০১৭ সালে মহিলা আবাসিক মাদ্রাসা চালু করে। গত ৪ মার্চ দিবাগত মধ্যরাতে মাদ্রাসার সুপার মোখলেসুর রহমান আবাসিক কক্ষ থেকে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ১২ বছরের শিশুুু ঘুমন্ত অবস্তায় তাকে তার বিছানায় নিয়ে ধর্ষণ শেষে ধর্ষিতাকে ঘরে তালাবদ্ধ করে রাখে। মাদ্রাসাটি নির্জন স্থানে থাকায় অন্যান্য ছাত্রীদের ডাক চিৎকারে কেও এগিয়ে আসার সুযোগ পায়নি। পরদিন ১২টার দিকে অন্যান্য ছাত্রীদের সহায়তায় ধর্ষিতাসহ অন্যান্য শিশুরা পালিয়ে গেলে ঘটনাটি জানি জানি হয়। এ ঘটনার পর থেকেই লম্পট মোখলেসুর রহমান গা-ঢাকা দেয়। ৭মার্চ বিকেল ৫ টার দিকে মেলান্দহ বাজারের কাজিরপাড়া নামক এক দোকানে বসে পত্রিকা পড়ছিল এসময় ঐ এলাকার কয়েকজন তাকেদেখতে পায় তাকে ধরে গণধোলাই দেয় পরে পলিশে খবর পেয়ে মোখলেসুর রহামনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রাতেই ধর্ষিতার বাবা লাল চাঁন বাদি হয়ে মেলাান্দহ থানায় মামলা নং-৫ দায়ের করেন। অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম জানান ভিকটিম ডাক্তারি পরিক্ষার জন্য জামালপুর জেনারেলহাস পাতালে পাঠিয়েছি । আসামী মোখলেসুর রহমানকে কোর্টে চালান দেয়া হয়েছে। এ ঘটনায় ৮ মার্চ দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply